ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অবিশ্বাস্য হলেও সত্যি যে বিপুল পরিমাণ জনসংখ্যার বিপরীতে অত্যন্ত কম পরিমাণে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা (টেস্ট) করা হচ্ছে বাংলাদেশে। সেই হিসাবে বাংলাদেশ সর্বনিম্নে অবস্থান করছে বলা যায়, যা কিনা অত্যন্ত বিপদজনক।
অথচ বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন, পর্যাপ্ত পরিমাণ টেস্ট না করা হলে মহামারি অবস্থার আসল চিত্র কখনই উঠে আসবে না।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্যানুযায়ী, গড়ে প্রায় এক লাখ ৪শ' ৯৯জনের মধ্যে সন্দেহভাজন আক্রান্ত হিসেবে একজনকে টেস্ট করা হচ্ছে।
এদিকে, বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে দিয়ে বলে দিয়েছেন, পর্যাপ্ত পরিমাণ টেস্ট না করা হলে এই মহামারি বন্ধ করা সম্ভব হবে না। কারণ টেস্ট না করা হলে অবস্থার আসল চিত্র কখনই উঠে আসবে না।
যেখানে বাংলাদেশ লাখে মাত্র ১ জনের টেস্ট করছে, সেখানে পৃথিবীর অন্যান্য দেশে এই অনুপাত অনেক গুণ বেশি। কোনো কোনো দেশে প্রতি এক লাখ মানুষের মধ্যে এক হাজার জনকে টেস্ট করা হচ্ছে।