DMCA.com Protection Status
title="৭

করোনার কারণে কারাগার থেকে ৩ হাজার বন্দিকে মুক্তি দিতে কারাকতৃপক্ষের প্রস্তাব।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সংক্রমণ ঝুঁকি এড়াতে ৩ হাজার কারাবন্দিকে সাময়িকভাবে মুক্তি দেয়ার কথা ভাবছে অবৈধ হাসিনা সরকার।

বন্দিদের একটি তালিকা তৈরি করে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তাবও পাঠিয়েছে কারা-কর্তৃপ। তবে এই তালিকায় শুধু তারাই রয়েছেন যাদের মামলা বিচারাধীন রয়েছে। 

কারা-অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. আবরার হোসেন গতকাল বুধবার গণমাধ্যমকে বলেছেন, “করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ প্রস্তাব দিয়েছি, এটা মন্ত্রণালয়েরই আদেশে। যাদের মামলা এখনও বিচারাধীন, জামিনযোগ্য অপরাধ হলে এদের জামিন দেয়া যায় কি না। জামিনযোগ্য ছোট-খাটো অপরাধে যারা কারাগারে রয়েছেন, এরকম তিন হাজারের সামান্য বেশি হাজতির নাম প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে দিয়েছি।


আবরার হোসেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলে ওই প্রস্তাব যাবে আইন মন্ত্রণালয়ে। সেখানে আপত্তি না থাকলে পাঠানো হবে আদালতে। শেষ পর্যন্ত বিচারকই সিদ্ধান্ত নেবেন জামিন দেয়া যায় কি না। মুক্তির বিষয়টা বিচারকদের হাতে, আমাদের হাতে নয়।


বিশ্বজুড়ে মহামারির আকারে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে সাড়ে আট লাখ মানুষ, ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আর বাংলাদেশে এ পর্যন্ত ৫৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, ৬ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে আইইডিসিআরের পক্ষ থেকে। নভেল করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে ঝুঁকির মাত্রা থাকে অত্যন্ত বেশি।

চীন সহ বিশ্বের কয়েকটি দেশের কারাগারে এর আগে ভাইরাস ছড়ানোর ঘটনা ঘটেছে। ঝুঁকি এড়াতে ইরানও এর আগে বিশেষ ব্যবস্থায় বন্দিদের সাময়িক মুক্তি দিয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!