DMCA.com Protection Status
title="শোকাহত

একই পরিবারের ৪জন আত্মহত্যার ভুয়া ভিডিও শেয়ার করে নওগায় প্রভাষক গ্রেফতার।

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ  করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে নওগাঁয় জাকিরুল ইসলাম (৪২) নামের এক কলেজ প্রভাষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে শহরের উকিলপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাকিরুল ইসলাম রাজশাহী জেলার বাগমার উপজেলার জিয়ানন্দ পাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

তিনি নওগাঁ আত্রাই উপজেলার বান্দায়খাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল ইসলাম  বলেন, জাকিরুল ইসলাম ৫ এপ্রিল রবিবার নিজের ফেসবুকে করোনাভাইরাস (কভিড-১৯) নিয়ে ইউটিউবের একটি লিংক শেয়ার করেন।

তার ফেসবুকে শেয়ার করা ভিডিওতে দেখানো হয়েছে লকডাউন ঘোষণার কারণে খাবার না পেয়ে একই পরিবারের মা, ছেলে-মেয়েসহ পরিবারের সকল সদস্যরা আত্বহত্যা করেছেন।

এমন একটি মিথ্যা-বানোয়াট ভিডিওর মাধ্যমে অপ্রপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাধারণ মানুষের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়। এরপর অভিযান চালিয়ে শহরের উকিলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!