ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ উৎপাদন চলাকালে বৈদ্যুতিক গোলযোগের কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা পরীক্ষার কিট উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ফলে পূর্ব ঘোষিত ১১ এপ্রিল সরকারকে কিট সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এখন এই সরবরাহ কয়েদিন দেরী হবে বলে জানা গেছে।
করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার কিট তৈরি করে আগামী ১১ এপ্রিল সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইইডিসিআর-সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে দেওয়ার কথা জানিয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্র।
তবে বৈদ্যুতিক গোলযোগের কারণে বন্ধ রয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের দ্রুত করোনা শনাক্তকরণ কিট ‘র্যাপিড ডট ব্লট’-এর উৎপাদন।
বিষয়টি নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের কিট উৎপাদনের কাজে ব্যবহৃত ল্যাবে ব্যপক বৈদ্যুতিক গোলযোগ দেখা দিয়েছে। ভোল্টেজ এত ওঠানামা করছে যে, প্ল্যান্ট চালানো সম্ভব হচ্ছে না। ফলে কিট উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছি। হঠাৎ করে এমন গোলযোগের কারণ বুঝতে পারছি না। ইঞ্জিনিয়াররা এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো বিষয়টি পরীক্ষা করছেন। যত দ্রুত সম্ভব আমরা উৎপাদনে যাওয়ার চেষ্টা করছি।’
‘হঠাৎ করে এমন বৈদ্যুতিক গোলযোগের কারণে ইতোমধ্যে অনেক কাঁচামাল নষ্ট হয়ে গেছে’ জানিয়েছেন ডা. জাফরউল্লাহ চৌধুরী।