DMCA.com Protection Status
title="৭

ত্রাণ চুরির আর একটি ঘটনা ঘটলেই কঠোর পদক্ষেপ: নয়া আইজিপি বেনজীর আহমেদ।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দেশে ত্রাণ চুরির আর একটি ঘটনা ঘটলে আইন শৃঙ্খলাবাহিনী কঠোর পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পুলিশের নয়া আইজি বেনজীর আহমেদ।

গতকাল দুপুরে পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব নেয়ার পর অনলাইন ব্রিফিং এ তিনি আরো বলেন, বর্তমানে যেহেতু ওষুধের দোকানগুলো খোলা আছে, তাই তাদের যথাযথ সুরক্ষা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বেনজীর আহমেদ বলেন, সবাই ঘরে থাকবেন আর কেউ কেউ বাইরে থাকবেন এটা হতে দেয়া হবে না। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের হুমকি ধনী-গরিব সবার জন্য সমান। তাই সর্ব সাধারণের জন্য অনুরোধ থাকবে, এই সংকটের মধ্যে নিজের কথা ভাবুন, দেশের কথা ভাবুন, পরিবারের কথা ভাবুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। এই দায়িত্ব কেবল একার নয়, সবার।’

এ সময় তিনি আরো বলেন, ‘ঘরে থাকবেন, না-কি কবরে থাকবেন’ এই সিদ্ধান্তটা আপনার।’

Share this post

scroll to top
error: Content is protected !!