DMCA.com Protection Status
title=""

সারাদেশে সাধারন ছুটি(লকড ডাউন)আগামী ৫ই মে পর্যন্ত চলবে।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় দেশ ব্যাপী সাধারণ ছুটি(লকড ডাউন) আগামী ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে অবৈধ হাসিনা সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ছুটি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন অনেক নির্দেশনাও এসেছে। নির্দেশনায় নতুন কিছু বিষয় রয়েছে।

এর আগে মঙ্গলবার দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে ওই সুপারিশের সিদ্ধান্ত হয়।

করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশে টানা ৩১ দিনের ছুটি চলছে। তার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় আবারও সেই ছুটি বাড়ানো হল।

ইতোমধ্যে সারাদেশকে করোনাভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Share this post

error: Content is protected !!