DMCA.com Protection Status
title="৭

মহেশখালীতে করোনা ত্রাণের গাড়ি হতে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কক্সবাজারের মহেশখালীতে করোনা ত্রাণ বিতরণের কাজে নিয়োজিত একটি কাভার্ডভ্যান থেকে আজ মঙ্গলবার সকালে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।  এঘটনায় ছোট মহেশখালী  ইউনিয়ন পরিষদের (ইউপি) আওয়ামী লীগ দলীয় সদস্য ওসমান  গনি জড়িত রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ডেইল পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম শহরের কালামিয়া বাজার এলাকার আইয়ুব আলীর ছেলে করিম উল্লাহ (৩৫) ও সুনামগঞ্জের তাহিরপুর ইউনিয়নের লাকসাম এলাকার মোহাম্মদ সোলাইমানের ছেলে নুর মোহাম্মদ (৩২)।

 

পুলিশ কর্মকর্তা বাবুল আজাদ বলেন, আজ মঙ্গরবার সকালে ডেইল পাড়ায় ছোট মহেশখালী উচ্চ বিদ্যালয়ের গেইটে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের কাছে ওই কভার্ডভ্যানের লোকজনের ‘‘গতিবিধি সন্দেহজনক’’ মনে হয়। পরে তারা থানায় খবর দিলে পুলিশ সেখানে গিয়ে কভার্ডভ্যানে তল্লাশি করে।’

তিনি বলেন, ‘কার্ভাডভ্যানটি তল্লাশি করে এর পাটাতনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তখন ভ্যানে থাকা দুইজনকে আটক করা করা হয়। পরে মাদক আইনে মামলা দায়ের হলে তাদেরকে সে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।’

আটককৃতদের বরাত দিয়ে বাবুল আজাদ বলেন, ‘কাভার্ডভ্যানটি দেড়শ প্যাকেট ত্রাণ সামগ্রী নিয়ে গতকাল সোমবার রাতে চট্টগ্রাম থেকে মহেশখালী পৌঁছায়। গাড়িতে থাকা লোকজন ত্রাণ সামগ্রী কেনার ভাউচার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখিয়ে মহেশখালীতে প্রবেশ করেন। পরে তারা ছোট মহেশখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ দলীয় ইউপি সদস্য ওসমান গণির সহায়তায় ওই ত্রাণ সামগ্রী স্থানীয়দের মাঝে বিতরণ করেন। ত্রাণ দিয়ে গাড়িটি চট্টগ্রামে ফেরার জন্য প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।’

তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃতরা এ ইয়াবাগুলো ইউপি সদস্য ওসমান গণির কাছ থেকে সংগ্রহ করেন। এগুলো তারা চট্টগ্রাম পাচার করছিলেন। এর আগে গত ২৫ তারিখ থেকে ৩ তারিখের মধ্যে মহেশখালী থেকে তারা ইয়াবার আরও দুটি চালান এভাবে মহেশখালী থেকে চট্টগ্রাম ও ঢাকায় পাচার করেছে। এটা আসলে তাদের একটা কৌশল৷ গাড়ির সামনে জরুরি ত্রাণ লিখে ইয়াবাগুলো তারা বহন করে নিয়ে যাচ্ছিলেন।’

পুলিশের এ কর্মকর্তা জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের  হয়েছে। মামলার ওই মেম্বারকেও আসামি করা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!