ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ চীন থেকে আমদানি করা ১০ লাখ কেএন ৯৫ মাস্ক প্রত্যাশিত মানসম্পন্ন নয় বলে তা করোনাভাইরাস প্রতিরোধে সম্মুখসারিতে কাজ করা চিকিৎসাকর্মীদের কাছে বিতরণ করতে পারেনি কানাডা সরকার।
দেশটির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা জানায়, তারা দশ লাখ মাস্ক শনাক্ত করতে পেরেছেন, যেগুলো স্বাস্থ্যবিধানের শর্ত পূরণে সক্ষম হয়নি। খবর এএফপি ও আল-আরাবিয়াহর।
এই বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ত্রু টিযুক্ত মাস্কের দাম পরিশোধ করবে না কানাডা।
সরকারের এক মুখপাত্র বলেন, সম্মুখসারির স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রাদেশিক ও বিভিন্ন আঞ্চলিক হাসপাতালে এসব মাস্ক বিতরণ করা হয়নি। তবে চিকিৎসা ছাড়া অন্যান্য কার্যক্রমে এসব মাস্ক ব্যবহারের কথা ভাবা হচ্ছে।
এন ৯৫ মাস্কের মতোই কাজ করার কথা চীনা মডেলের কেএন ৯৫ মাস্ক। এছাড়া ইউরোপে ব্যবহৃত এফএফপি২ মাস্কও একই ধরনের।
জনসেবা ও ক্রয়মন্ত্রী আনিতা আনন্দ বলেন, বিশ্বে সরবরাহ কৃত অধিকাংশ মাস্ক চীনে উৎপাদিত হয়। তবে এই মুহুর্তে দেশটি থেকে কোনো কিছু নিয়ে আসা খুবই জটিল।
চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের নির্বাহী মেং ওয়াংজুকে গ্রেফতারের পর অটোয়ার সঙ্গে খারাপ সম্পর্ক যাচ্ছে বেইজিংয়ের। ২০১৮ সালে ভ্যানকুভার থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।