DMCA.com Protection Status
title=""

পাবনায় ৫ লাখ টাকা ছিনতাইয়ের সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সহ ৩জন আটক।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পাবনায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৫ লাখ টাকা ছিনতাই করার সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিনসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১০ মে) দুপুরে জেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর ব্রীজের নিকট এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পাবনার সহকারী পুলিশ সুপার (এএসপি) ইবনে মিজান।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম জানান, রবিবার দুপুরে স্থানীয় ব্যবসায়ী সিরাজুল ইসলাম নগদ প্রায় সাড়ে ৫ লাখ টাকা ও ৭ লাখ টাকার একটি চেক নিয়ে আতাইকুলা বাজারে আসার পথে বৃহস্পতিপুর ব্রীজের নিকট ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ৩ জন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম দিয়ে  পুলিশে সোপর্দ করেন।

ছিনতাইকারীদের একজন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি , অন্য ২জন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।

এএসপি ইবনে মিজান বলেন, “ছিনতাইয়ের সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগ কর্মী মো. রানা ও শিপন রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এই ব্যাপারে বিস্তারিত জানানো হবে।”

Share this post

scroll to top
error: Content is protected !!