DMCA.com Protection Status
title="৭

নাসিক কাউন্সিলর বহুল আলোচিত করোনা যোদ্ধা খন্দকার খোরশেদ করোনায় আক্রান্ত।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনে এগিয়ে আসা দেশ-বিদেশে আলোচিত-প্রশংসিত করোনা যোদ্ধা নারায়নগন্জ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এবং নাসিক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনায় আক্রান্ত হয়েছেন।

গতকাল শনিবার (৩০ মে) তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এর আগে তার স্ত্রী লুনাও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

কাউন্সিলর খোরশেদ  জানান, আজ নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। এতে আমার দেহে করোনা ভাইরাসে উপস্থিতি পাওয়া গেছে। শুক্রবার (২৯ মে) পর্যন্ত ৬১টি মরদেহ দাফন করেছি। বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে আছি। বাড়িতে থেকেই চিকিৎসা নেবো। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন। 

তিনি জানান, আমি আক্রান্ত হলেও আমার সব কার্যক্রম চলবে। আমার টিম সক্রিয় থাকবে, আমার ফোন চালু থাকবে। আমি যতদিন বেঁচে আছি করোনা যুদ্ধ থেকে এক বিন্দুও নড়বো না।

শেষ খবর পাওয়া পর্যন্ত কাউন্সিলক খোরশেদ এবং তাঁর স্ত্রী লুলা দুজনই সাজেদা হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছে। মিসেস খোরশেদ লুলার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের আইসিইউ তে স্থানান্তর করতে হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!