DMCA.com Protection Status
title="শোকাহত

অভিন্ন বিশ্বের প্রত্যাশায় টরন্টোয় বর্ণবিরোধী সমাবেশে এক প্রবাসী

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকেঃ টরন্টোয় বর্ণবিরোধী সমাবেশে আবারও স্থানীয় সময় আজ শনিবার অপরাহ্নে বিক্ষোভকারীরা সমবেত হন; অথচ আগের দিন কয়েক হাজার অনুরূপ বিক্ষোভকারী পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জীবন বিয়োগের ঘটনায় রাজপথে মিছিলে যোগ দেন।

সেদিন বৃহত্তর টরন্টোয় আয়োজিত কয়েকটি সমাবেশের একটি ন্যাথান ফিলিপস স্কোয়ারে হয়েছে, তাতে কানাডা ও বাংলাদেশে সুদীর্ঘ বছরের সমাজসেবায় আত্মনিবেদিত প্রবাসী শমসের আলী হেলাল ‘আপনাদের উপর শান্তি বর্ষিত হোক; এটা অভিন্ন বিশ্বের মানবজাতির জন্য একতাবদ্ধ হবার সময়’ প্ল্যাকার্ড হাতে হাজির হন।

ওই সমাবেশে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিলেন বয়সে নবীন; তাদের সবাই ইউনিভাসির্টি অ্যাভিনিউস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যূলেটের সামনে প্ল্যাকার্ড হাতে সমস্বরে শ্লোগান দেন- ‘কৃষ্ণাঙ্গ জীবন অর্থবহ’, ‘ন্যায়বিচারহীনতা শান্তির পরিপন্থী’ এবং ‘অস্তিত্ব মানুন নতুবা প্রতিরোধ দেখুন’।

সেখানে টরন্টোর পুলিশ ইন্সপেক্টর ম্যাট ময়ার শান্তিপূর্ণ বিক্ষোভে অভিভূত হয়ে অন্যদের সঙ্গে এক হাঁটু গেড়ে আট মিনিট ছেচল্লিশ সেকেন্ড বসে পড়েন। এছাড়াও ৭ বছর আগে পুলিশের হাতে নিহত সিরিয়ার অভিবাসী তরুণ স্যামী ইয়াতিমের শোকার্ত মাতা ডা. সাহার বাহাদি বলেন, ‘পুলিশ কাউকে গুলির আগে যেন হাজারবার ভাবে’।

Share this post

scroll to top
error: Content is protected !!