ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা রোগীর চিকিৎসায় ভারতের ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমতি বাতিল করেছে মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন বিভাগ।
ওই বিভাগের প্রধান বিজ্ঞানী ডেনিস হিন্টন বলেছেন, নতুন গবেষণায় দেখা গেছে করোনায় জরুরি চিকিৎসার ক্ষেত্রেও সফল নয় হাইড্রোক্সিক্লোরোকুইন।
সম্প্রতি মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন বিভাগ করোনা চিকিৎসায় জরুরি প্রয়োজনে ওই ওষুধ ব্যবহারের অনুমতি দেয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এটি ব্যবহারের পক্ষে মত দেন। তিনি নিজেও হাইড্রক্সিক্লোরোকুইন সেবন করছেন বলে জানান।
কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই ওষুধ ব্যবহারে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন।
সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, সিএনএন