DMCA.com Protection Status
title=""

সাংসদ শিখরের ডিজিটাল মামলায় সাংবাদিক কাজল ২ দিনের রিমান্ডে।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  গুম হওয়ার পর প্রায় ২মাস নিখোজ থাকার পর রহস্যজনকভাবে ভারত সিমান্তে পাওয়া যাওয়া ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত।

রবিবার ঢাকা মহানগর হাকিম (ভার্চুয়াল কোর্ট) দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ডের আদেশ দেন।

হাজারিবাগ থানার এ মামলা তদন্ত কর্মকর্তা ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই রাসেল মোল্লা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে এদিন তাকে আদালতে হাজির করা হয়নি। কারাগার থেকেই কাজলের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত দেখানো হয়।

সাংবাদিক কাজলের পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ থেকে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের এসআই এস আশ্রাফ আলী জামিনের বিরোধীতা করে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।

জিআরও আশ্রাফ আলী এসব তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শফিকুল ইসলাম কাজল। নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে কাজলকে আটক করে বিজিবি। তবে পরিবারের পক্ষ থেকে এই গুমের পেছনে হাসিনা সরকারের আইন-শৃংখলা বাহিনী জড়িত বলে অভিযোগ করা হয়।

পরদিন নিজ জন্মভূমি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিজিবির দায়ের করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হলেও পরে কোতোয়ালি মডেল থানায় ৫৪ ধারায় অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। এরই মাঝে তার বিরুদ্ধে হাজারিবাগ থানায় এ মামলা দায়ের করা হয়।

এদিকে, গত ২৪ জুন শেরে-বাংলা নগর থানায় আওয়ামী সংসদ সদস্য  সাইফুজ্জামান শিখরের দায়ের করা ডিজিটাল মামলায় তার জামিনের আবেদন নামন্জুর করেছেন আদালত।

Share this post

scroll to top
error: Content is protected !!