ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভয়াবহ করোনা সংক্রমণ ঠেকাতে বিয়ে ও লোক সমাগম হয় এমন সব সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষনা করেছে ইরান।
শনিবার দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি ঘোষণা দিয়েছেন সকল জনসমাবেশ, অনুষ্ঠান ও পরীক্ষা বন্ধ থাকবে। কোন বিয়ের অনুষ্ঠান বা শোক সভা আয়োজন করা যাবে না। খবর বিবিসির।
টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রুহানি বলেন, আমাদের অবশ্যই দেশজুড়ে অনুষ্ঠান আয়োজন এবং গণজমায়েত বন্ধ করতে হবে। হোক সেটা অন্ত্যষ্টিক্রিয়া, বিয়ে বা পার্টি। এটা উৎসব বা সেমিনার আয়োজনের সময় নয়।
চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও স্থগিত হতে পারে বলে জানান তিনি।
এমন ঘোষণার পরই রাজধানী তেহরানে বিয়ে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার মত সব ধরনের অনুষ্ঠান আয়োজন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিয়ে বা এ ধরনের অনুষ্ঠান আয়োজন থেকেই দেশে দ্বিতীয়বারের মত করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে বলে ইরানের সরকারি কর্মকর্তারা মনে করছেন।
ইরানে হু হু করে বাড়ছে শনাক্তের সংখ্যা। ফেব্রুয়ারিতে মহামারী শুরু হওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে।
ইরানে এপ্রিলের মাঝামাঝি সময়ে লকডাউন শিথিল করা হয়। তবে সম্প্রতি দেশটিতে বেড়েছে সংক্রমণ। শুধু শনিবারই ১৮৮ জন মারা গেছেন এবং মোট মৃতের সংখ্যা এখন ১২ হাজার ৬৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ৩৯৭ জন নতুন রোগী পাওয়া গেছে।