DMCA.com Protection Status
title=""

কারাবন্দি এবং করোনায় মৃত দলীয় নেতাদের ঘরে বিএনপির ঈদ উপহার।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দলীয় কারাবন্দি ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বিএনপি নেতাদের পরিবারের সদস্যদের কাছে ঈদ উপহার পৌঁছে দিয়েছে বিএনপি।

আজ রবিবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সদ্য মরহুম আহসানউল্লাহ হাসান ও বংশালে কারাবন্দি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের বাসায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে এই ঈদ উপহার পৌঁছিয়ে দেন।

বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সস্পাদক আবদুল আউয়াল খানের আজিমপুরের বাসায়ও যান রিজভী। তবে প্রয়াত আউয়ালের পরিবার গ্রামের বাড়িতে থাকায় তাঁদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে খোঁজখবর নেন। ঈদ উপহার হিসেবে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের ফলের ঝুড়ি।

এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশেদুল হক ও ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী।

এর আগে গতকাল ঈদের দিন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবুর বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তাঁরা।

Share this post

scroll to top
error: Content is protected !!