ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরাইলে বিমান চলাচলে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব।
সৌদি আরবের জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।
এতে বলা হয়, উপসাগরীয় দেশগুলো থেকে ইসরাইলে চলাচলকারী সব বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে সৌদি আরবের কাছে অনুরোধ করেছিল আরব আমিরাত, আমিরাতের এমন অনুরোধে রিয়াদ সম্মত হয়েছে।
মঙ্গলবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের জামাতা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনারের বৈঠকের পরেই সিদ্ধান্তটি ঘোষণা করে সৌদি আরব।
এই সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সৌদি আরবের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমি অনেক বছর যাবত ইসরাইলের আকাশকে পূর্ব দিকে উন্মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছি।’
এটি ফ্লাইটের সময় কমাবে এবং ইসরাইলিদের জন্য ব্যয় হ্রাস করবে বলেও জানান নেতানিয়াহু।
সৌদিকে এমন সিদ্ধান্তে উপনীত হতে সম্মত করায় নেতানিয়াহু ট্রাম্পের জামাতা জারেড কুশনারের এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদের অবদানের কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানিয়েছেন।