DMCA.com Protection Status
title="শোকাহত

যারা সেদিন ক্ষমতায় আসতে পারেনি, বিডিআর বিদ্রোহের নেপথ্যে তারাই:শেখ হাসিনা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা ক্ষমতায় আসতে পারেনি, তারাই তৎকালীন বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহীদের পেছনে ছিল।

আজ রবিবার জাতীয় সংসদ অধিবেশনে আনীত শোক প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য (এমপি) সাহারা খাতুন ও নওগাঁ-৬ আসনের এমপি ইস্রাফিল আলম এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে এ শোক প্রস্তাব উত্থাপন করা হয়।

তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সাহসী ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিডিআর বিদ্রোহের ঘটনা ছিল অস্বাভাবিক ঘটনা। আগের দিন আমরা সেখানে গেলাম ভালো পরিবেশ ছিল। পরদিন এ ধরনের একটা বিদ্রোহের ঘটনা ঘটল।’

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এর পেছনে কারা আছে? আমরা তো মাত্র সরকার গঠন করেছি। এটা কোনো দিনই যুক্তিযুক্ত না সরকার গঠন করে আমরা এমন একটা ঘটনা ঘটাবো যাতে দেশে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়।’

শেখ হাসিনা বলেন, ‘যারা ক্ষমতায় আসতে পারেনি তারাই তাদের (বিদ্রোহীদের) পেছনে ছিল। যারা ওয়ান-ইলেভেন সৃষ্টি করেছিল, তাদের ধারণা ছিল একটা হাং (একক সংখ্যাগরিষ্ঠতাহীন) পার্লামেন্ট হবে। কিন্তু যখন দেখল আওয়ামী লীগ মেজরিটি নিয়ে ক্ষমতায় আসল, তখন সবকিছু যাদের নস্যাৎ করার অপচেষ্টা ছিল, তারাই এ ঘটনা ঘটিয়েছে তাতে কোনো সন্দেহ নেই।’

তিনি বলেন, ‘একদিন না একদিন সত্যটা বের হবে। বিএনপি-জামায়াতের ভালো একটা মিথ্যা বলার আর্ট আছে। একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় খালেদা জিয়া থেকে শুরু করে তার দলের লোকজন বলে ফেলল- আমি নিজেই গ্রেনেড নিয়ে নিজেই গ্রেনেড মেরেছি। তখন এটার ব্যাপক প্রচার করে ফেলল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ঠিক বিডিআরের ঘটনাটি যখন ঘটল, তখন তারা ওইভাবে প্রচার শুরু করল। কিন্তু কেউ এটার কোনো যুক্তি খুঁজে পাবে না।’

তিনি বলেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাহসী ভূমিকা রেখেছিলেন। সাধারণ কারও পক্ষে এটা সম্ভব ছিল না। তিনি নিজের জীবন বাজি রেখে সেনা অফিসারদের পরিবারের সদস্যদের উদ্ধার করে এনেছিলেন।

গত ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদর দপ্তর (বিডিআর),পিলখানায় বাহিনীটির কিছু বিপথগামী সদস্য বিদ্রোহ করেন। ওই সময় প্রাণ হারিয়েছেন ৭৪ জন যাদের মধ্যে ৫৭জন সিনিয়র এবং চৌকশ সেনা কর্মকর্তা ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!