DMCA.com Protection Status
title="৭

কক্সবাজারের বিতর্কিত এসপি মাসুদ হোসেনকে ফুলেল বিদায় সম্বর্ধনা!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহাকে গুলি করে হত্যার ঘটনার মুল নায়ক  কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএমকে (বার) ফুল দিয়ে বিরোচিত বিদায় জানালো জেলা পুলিশ প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের পক্ষ থেকে প্রথাগতভাবে এই বিদায় দেয়া হয়। এর আগ মুহূর্তে জেলা পুলিশের ব্যান্ড পার্টিসহ নানা ফুলে সজ্জিত গাড়িতে ফুলের রশি বেঁধে পুলিশ লাইন্স থেকে জানানো হয় বিদায়। এসময় সদ্য যোগদানকৃত নয়া পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএমও উপস্থিত ছিলেন।

ঐ হত্যার ঘটনার পর কক্সবাজারের এসপি মাসুদ হোসেনকে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসাবে বদলীর আদেশ দেয়া হয়।এই বদলী তার জন্য তিরষ্কারের বদলে পুরষ্কার হিসাবে বিবেচিত হয়েছে।

এদিকে  কক্সবাজার মুক্তিযোদ্ধা সংসদসহ অনেক সামাজিক সংগঠন এই বিতর্কিত এসপিকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে।কক্সবাজারে দুই বছর কর্মরত ছিলেন তিনি। 

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়ায় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায় ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের সঙ্গে ফোনালাপ ভাইরাল হওয়ার পর এসপি মাসুদও ব্যাপক সমালোচনার মুখে পড়েন।এরপর তিনি কারাগারে আটক ওসি প্রদীপ এবং ইন্সপেক্টর লিয়াকতকে ডিভিশন দেবার জন্য কারা কতৃপক্ষকে চিঠি দিয়েও তুমুল সমালোচনার মুখে পড়েন।।

টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপের নানা কুকর্ম পুরো বাংলাদেশ পুলিশকে প্রশ্নবিদ্ধ করে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন করেন মামলার বাদী ও সিনহার বোন শারমীন শাহরিয়া ফেরদৌস। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে ওই আবেদন করেছিলেন। পরে ওই আবেদন আদালত খারিজ করে দেন।

সিনহার বড় বোন বাদী হয়ে পুলিশের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার তদন্তে পুলিশ সুপার হস্তক্ষেপ করার অভিযোগ তুলে আদালতে ফৌজদারি দরখাস্ত দায়ের করেন। পরে এই বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন মহলের আলোচনা চলে। পরে গত ১৬ সেপ্টেম্বর তাকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়।

এদিকে গত ১৭ আগস্ট কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনসহ ৮ জনের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইউ)।

Share this post

scroll to top
error: Content is protected !!