DMCA.com Protection Status
title="৭

দেশের সকল কলেজ ক্যাম্পাসে ‘বিনা প্রয়োজনে’ জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  অতি সম্প্রতি  সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের দ্বারা ন্যাক্কারজনক দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রেক্ষাপটে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোর ক্যাম্পাসে বিনা প্রয়োজনে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ  করা হয়েছে।

দেশের সকল কলেজের অধ্যক্ষদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে মঙ্গলবার চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

চিঠিতে বলা হয়েছে,অবিলম্বে কলেজ ক্যাম্পাসে বিনা প্রয়োজনে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। করোনা মহামারির মধ্যে কলেজগুলোর ছাত্রাবাস সম্পূর্ন বন্ধ রেখে সেগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অধ্যক্ষদের নয় দফা নির্দেশনা দিয়ে জরুরিভিত্তিতে তা বাস্তবায়নের জন্য ‘বিশেষভাবে’ হুকুম জারী করেছে মাউশি।

কলেজে জনসাধারণকে ঢুকতে বারণ করা ছাড়া অন্য নির্দেশনাগুলো হলো-

১. ছাত্রাবাসসমূহ বন্ধ রাখতে হবে এবং ছাত্রাবাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

২. স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে পুলিশ টহল জোরদার করতে হবে।

৩. প্রতিষ্ঠানের মূল ফটকসহ সকল প্রবেশপথে সার্বক্ষণিক প্রহরী নিয়োজিত রাখতে হবে।

৪. প্রতিষ্ঠানে ভিজিল্যান্স টিম গঠন করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানের কাছে নিয়মিত পরিদর্শন প্রতিবেদন দাখিল করতে হবে।

৫. অনলাইন ক্লাস কার্যক্রম চালু রাখতে হবে এবং আঞ্চলিক পরিচালককে নেওয়ার তথ্য দিতে হবে।

৬. শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসে অংশগ্রহণ মনিটরিং এবং অভিভাবকের সঙ্গে সংযোগ সাধন করতে হবে।

৭. শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করতে হবে।

৮. কলেজের বিজ্ঞানাগার ল্যাব, আইসিটি ল্যাব, লাইব্রেরিসহ সার্বিক সরকারি সম্পত্তি ও নথি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

Share this post

scroll to top
error: Content is protected !!