ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ২০১৯ সালের অক্টোবরে ছাত্রলীগের প্রহারে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের স্মরণে সকালে নির্মাণ করা স্মৃতিস্তম্ভ একই দিন সন্ধ্যায় পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। ছাত্র অধিকার পরিষদের উদ্দ্যোগে এই স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা বুয়েটের পলাশী মোড়ে আবরার ফাহাদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ শুরু করেন এবং বুধবার ভোরে এটির কাজ সম্পন্ন হয়।
স্তম্ভটির নামকরণ করা হয় ‘আগ্রাসন বিরোধী আট স্তম্ভ' । স্মৃতিস্তম্ভের ফলকে লেখা হয় 'অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীম মহাকাশের অন্তে'।
তবে বুধবার সন্ধ্যার দিকে পুলিশের উপস্থিতিতে একটি বুলডোজার এই স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলে।
ম্মৃতিস্তম্ভ ভাঙার বিষয়ে চকবাজর থানার ওসি মওদুত হাওলাদার বলেন, পুলিশ ভেঙেছে কিনা এটা আমার নলেজে নেই।
আখতার হোসেন সাংবাদিকদের বলেন, দেশপ্রেমিক কোনো মানুষের পক্ষে এটা ভাঙা সম্ভব না। যারা এটাকে ভেঙেছে আমরা তাদের প্রতি আহ্বান জানাব এটাকে পুনরায় তৈরি করে দেওয়ার জন্য।