DMCA.com Protection Status
title="৭

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন শেখ হাসিনা।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে ‘সেনাবাহিনী পদক’ দিয়েছেন অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  দেশের সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে দৃষ্টান্তমূলক অবদানের জন্য সেনা প্রধানকে এই সন্মানসূচক পদক দেওয়া হলো।

গতকাল শনিবার (২১ নভেম্বর)বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসে গণভবনে সেনাবাহিনী প্রধানকে এই পদক দেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)  শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।  ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২০’ উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সেনাবাহিনী প্রধান জেনারেল  আজিজের হাতে এ পদক তুলে দেন শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব.), নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!