ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ এবং ফাইজাবাদের নাম অযোধ্যা করার পর এবার সুবিখ্যাত হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
শনিবার তেলেঙ্গানার রাজধানীর ওল্ড সিটির শাহ আলী বান্দা এলাকার লাল দরওয়াজায় বিজেপির এক সমাবেশে তিনি এ কথা জানিয়েছেন। খবর ডিএনএ ইন্ডিয়ার।
যোগী আদিত্যনাথ বলেন, ‘অনেকেই জানতে চাইছিলেন, হায়দরাবাদের নাম পাল্টে ভাগ্যনগর করা যায় কি না। আমি বলি, কেন করা যাবে না? তারপর তারা জানতে চায়, কীভাবে? আমি তখন তাদের বলি- যেভাবে উত্তর প্রদেশে বিজেপি ক্ষমতায় আসার পর ফাইজাবাদ অযোধ্যা হয়েছে, এলাহাবাদ হয়েছে প্রয়োগরাজ, ঠিক সেভাবেই।’
হায়দরাবাদে পৌরসভা নির্বাচনের তিন দিন আগে অনুষ্ঠিত এ সমাবেশে উত্তর প্রদেশের এ মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার ক্ষমতাসীন দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) বিরুদ্ধে আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) সঙ্গে গোপন আঁতাতেরও অভিযোগ তোলেন।