DMCA.com Protection Status
title="৭

ভাস্কর্যের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেইঃ ড.কামাল হোসেন।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ভাস্কর্যের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে, মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন,একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে ভাস্কর্য।

গত শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলী রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কামাল বলেন, দেশে খুন,ঘুষ, দুর্নীতি, বিদেশে অর্থপাচারসহ নানা ধরনের অপরাধ বেড়েই চলছে। দেশ পৌছে গেছে ক্রান্তি লগ্নে।

তিনি আরো বলেন, গণফোরামে ভুল বোঝাবুঝির দিন শেষ । পরবর্তী কার্যক্রম আগামী ৯ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেযা হবে।

এসময় উপস্থিত ছিলেন, জগলুল হায়দার,এ আর জাহাঙ্গীর ও মহিউদ্দিন, মোস্তফা মহসীন মন্টু, মোকাব্বির খান, এমপি, শফিকুল্লাহ, মহসীন রশিদ, আবদুল কাদেরসহ গণফোরামের নেতারা।

Share this post

scroll to top
error: Content is protected !!