DMCA.com Protection Status
title="৭

ভারতের প্রজাতন্ত্র দিবসের সামরিক কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ২০২১ সালের ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের একটি দল ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে দিল্লিতে পৌঁছেছেন।

মঙ্গলবার ঢাকা থেকে বাংলাদেশের সেনাদলের ১২২ জন সদস্য নিয়ে পালাম বিমানবন্দরে নামে ভারতীয় বিমানবাহিনীর সি-১৭ গ্লোবমাস্টার ৩ বিমান। 

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দলটিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সেনারা রয়েছেন।

ভারতের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের সামরিক বাহিনীর দলকে মধ্য দিল্লীর রাজপথে সেই দেশের জাতীয় কুচকাওয়াজে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। 

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুই দেশে বাংলাদেশ প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবেই এ বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আমন্ত্রণ জানায় দিল্লি। 

খবরে বলা হয়েছে, কুচকাওয়াজে বিডি-০৮ রাইফেল প্রদর্শন করবেন বাংলাদেশের সেনা সদস্যরা। 
এ কুচকাওয়াজ ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে।

Share this post

scroll to top
error: Content is protected !!