ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভারতে উৎপাদিত করোনার ভ্যাকসিন বাংলাদেশ কুইকলি (দ্রুতই) পাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের বরাতে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভ্যাকসিন নিয়ে খবর প্রকাশের প্রেক্ষিতে শনিবার হাইকমিশনার দোরাইস্বামী একথা জানান।
ওই মুখপাত্রের বরাতে খবরে বলা হয়, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে ভ্যাকসিন পাঠানোর বিষয়টি অগ্রাধিকারে থাকলেও এখনই কাছের বা দূরের কোনো বন্ধু রাষ্ট্রের অনুরোধ রাখতে পারছে না ভারত।
শনিবার বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, ভারতে উৎপাদিত ভ্যাকসিন প্রতিবেশীরাই প্রথমে পাবে। তার মধ্যে বাংলাদেশ রয়েছে অগ্রাধিকারে। এটা আমরা বরাবরই বলছি। ভারতের লোকজন ভ্যাকসিন পাওয়ার পর দ্রততম সময়েই বাংলাদেশ পাবে- এটাই বলতে পারি।
কবে নাগাদ বাংলাদেশ ভ্যাকসিন পেতে পারে? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় হাইকমিশনার বলেন- কবে, কীভাবে ভ্যাকসিন পৌঁছবে সেই টাইম শিডিউল নিয়ে আমরা কাজ করছি।