DMCA.com Protection Status
title="শোকাহত

কাদের মির্জার মতো আইটেম বয়দের দিয়ে মিডিয়া ব্যস্ত রাখার অপকৌশলঃ রিজভী

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,হঠাৎ ওবায়দুল কাদেরের ভাই আবদুল কাদের মির্জাকে দিয়ে নাটক করানো হচ্ছে। নন ইস্যুকে ইস্যু বানিয়ে জনগণকে ব্যস্ত রাখা কিংবা কখনো আব্দুল কাদের মির্জার মতো ‘আইটেম বয়’ মার্কেটে ছেড়ে দিয়ে গণমাধ্যমকে ব্যস্ত রাখার অপকৌশল করা হচ্ছে।

সোমবার ( ১৭ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। রিজভীর মতে, কথিত বসুরহাটে তারা নিজেরাই নিজেদের প্রশংসায় ভাসিয়ে দেবে আবার নিজেরাই নিজেদের বিরোধিতায় মেতে উঠবে। এমন বিরোধিতা যাতে একদিকে গণমাধ্যমকে ব্যস্ত রাখা যায়। এটাই হলো 'বসুর হাট' মডেল।

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের সব কাজই প্রকৃতপক্ষে এক ছলনা ছাড়া কিছুই নয়। পৌরসভার নির্বাচনগুলোতে সর্বত্র চর দখলের মতো কেন্দ্র দখল করে ভোট কারসাজির ডিজিটাল মেশিন ইভিএম দিয়ে প্রকাশ্যে কারচুপি করা হয়েছে। বহু কেন্দ্রে ইভিএমে নৌকা ছাড়া কোনো প্রতীক রাখেনি। মানুষ ভোট দিতে গিয়ে দেখে যে, শুধু নৌকায় ভোট পড়ছে। প্রশাসনের সহযোগিতায় সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করা, কৃত্রিম লাইন তৈরি করে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, নৌকা ছাড়া অন্য কোন প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, কেন্দ্র থেকে এজেন্ট ও প্রার্থীদের বের করে দেওয়া, ভোটের ফলাফল সরকারদলীয় প্রার্থীদের পক্ষে ঘোষণা করা।

‘পৌরসভা নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন’। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীরের এ বক্তব্যের জবাবে রিজভী বলেন, সরকারের কাছে আত্মা বিক্রি করলেই এমন নগদ মিথ্যা বলা যায়। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নির্বাচনী পোস্ট বক্স। তাদের কাজ আওয়ামী লীগের হাইকমান্ড থেকে পাঠানো তালিকা প্রকাশ করা।

Share this post

scroll to top
error: Content is protected !!