ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সামরিক অভ্যুত্থানের ঠিক আগে মিয়ানমারকে বিপুল অঙ্কের আর্থিক সহায়তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
করোনা মহামারী মোকাবেলায় গত সপ্তাহে মিয়ানমার সরকারকে ৩৫ কোটি ডলার পাঠায় সংস্থাটি। খবর রয়টার্সের।
জরুরি সহায়তা প্যাকেজের আওতায় লেনদেনের ভারসাম্য রক্ষায় এই অর্থ পাঠিয়েছে আইএমএফ। এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের শর্ত নেই।
আইএমএফের এই অর্থ সহয়তা দেওয়ার ঠিক পরই গত সোমবার ভোরে অং সান সু চি ও তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির নেতাকর্মীদের আটক করে মিয়ানমারের সেনাবাহিনী।
ক্ষমতাচ্যুত কাউন্সিল সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্তের বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার আটক দুজনকে ১৪ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
এখন প্রশ্ন উঠেছে, আইএমএফ কি এই টাকা ফেরত চাইবে। তবে শর্তহীন এই টাকা ফেরত নেওয়া আইএমএফের পক্ষে কঠিন বলে মনে করেন আন্তর্জাতিক অর্থায়ন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত সাত মাসে জরুরি সহায়তার অংশ হিসেবে আইএমএফ মিয়ানমারকে ৭০ কোটি ডলার দিয়েছে, গত সপ্তাহের ৩৫ কোটি ডলারসহ।
আইএমএফের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, গত সপ্তাহে ৩৫ কোটি ডলার মিয়ানমারে পাঠানো হয়েছে। ঘটনাক্রমের ওপর আমরা নজর রাখছি। অর্থনীতি ও জনগণের ওপর এর কী প্রভাব পড়বে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।