DMCA.com Protection Status
title=""

শহীদ জিয়ার আদর্শে বাংলাদেশের গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবেঃওমান বিএনপি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  গতকাল শুক্রবার ১৯শে ফেব্রুয়ারী ২০২১  শহীদ জিয়ার বীর উত্তম খেতাব বাতিলের বিরুদ্ধে ওমান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে ভার্চুয়াল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ওমান বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হারুন উর রশীদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জনাব মাহিদুর রহমান ,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ।

বিশেষ অতিথি ছিলেন, জনাব এম এ মালেক ,সভাপতি যুক্তরাজ্য বিএনপি ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য

বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন (অবঃ) মারুফুর রহমান রাজু,  সম্পাদক, দৈনিক প্রথম বাংলাদেশ ডট নেট।

প্রধান বক্তা ছিলেন জনাব আব্দুর রহমান, প্রধান উপদেষ্টা বিএনপি সৌদি আরব পুর্ব অঞ্চল ও সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।

সভাটি পরিচালনা করেন, মোহাম্মদ জহির হোসেন রাজা,সাধারন সম্পাদক,ওমান বিএনপি।

প্রতিবাদ সভায় বিশ্বের বিভিন্ন দেশে হতে বিপুল সংখ্যক বিএনপির নেতা-কর্মীগন যোগদান করেন।

এই প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন সর্বজনাব আবদুর রহমান, মারুফ হোসেন-কুয়েত, ইয়াসির আরাফাত-অস্টিয়া, শোয়াইব বিন সোহেল-সৌদী আরব, কবি আল সিরাজী-বাংলাদেশ, সিরাজুল ইসলাম চুন্নু-বাহরাইন, দুলাল সিদ্দীক-দুবাই , আওলাদ হোসেন-সৌদী আরব, মোঃ শাহজাহান-সৌদী আরব, মেহেদী হাসান বাবু, মাসুদ আলী ,এম এ মুজাহিদ তালুকদার, ইন্জিনিয়ার ফারুক মোহাম্মদ,অন্জনা আলম-যুক্তরাজ্য,আলাউদ্দীন গাজী ,সুমন শাকিল – বাহরাইন, সাকের মাহমুদ,এম এ আজাদ রহমান-সিএম টিভি যুক্তরাজ্য,আব্দুল হান্নান,এ্যডভোকেট কামরুজ্জামান – ইতালী,মোঃ আজহার-সিঙ্গাপুর, আমজাদ হোসেন, আবু সুফিয়ান-সৌদী আরব, জি এম ইব্রাহিম-বাংলাদেশ, মোঃ মাসুম-বাংলাদেশ, হাজি আসলাম,মোঃ আকরামউদ্দীন, মোহাম্মদ জুয়েল,রানা আফসার ,মোঃ আলম ,হাজী করিম – বাহরাইন, মোঃ কামরুজ্জামান,রেদোয়ান হোসেন,মোঃ মোশাররফ-দক্ষিন কোরিয়া,সৈয়দ মনজুরুল ইসলাম,গোলজার বেগম-বাংলাদেশ,আনোয়ার হাওলাদার-যুক্তরাষ্ট্র,মোস্তফা কামাল,জি এম সালাউদ্দীন-দক্ষিন কোরিয়া,মোহাম্মদ কবীর লাভলু-যুক্তরাষ্ট্র ,শওকত আলী ,আবদুল হান্নান, নাদিম হোসেন-সিঙ্গাপুর , আলতাফ হোসেন,সামির মোশাররফ,ভিপি আসলাম-বাংলাদেশ,আবুল কালাম, জানে আলম,শফিকুল ইসলাম ভুঁইয়া ,মোঃ আল আমিন,মোঃ দুলাল মিয়া,আহমেদ ভুঁইয়া ,জানে আলমগীর ,জামাল সরদার,মোঃ মোস্তফা মনোয়ার,মোস্তাফিজুর রহমান টিটু, গাজী আল আমিন,নাজিম উদ্দীন পাটোয়ারী,ইসমাইল হোসেন রিপন, মোঃ সম্রাট জাহাঙ্গির আলম,মোঃ ইসমাইল ভুঁইয়া,মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ আনোয়ার হোসেন,মোঃ জিয়াউর রহমান,মোঃ ফারুক,মোঃ মাহফুজুর রহমান, নূর মোহাম্মদ, মোঃ ইমরান, মোঃ মাইনউদ্দীন, আলাউদ্দীন জুয়েল ,আবু জাফর ,মোঃ রুবেল রানা , মোঃ আলম,আলী রুহেল প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!