DMCA.com Protection Status
title=""

বিডিআর হত্যাযজ্ঞের অপ্রকাশিত গোপন অধ্যায়ঃ মূলহোতাদের স্বরুপ উন্মোচন-১

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারী বাংলাদেশের রাজধানী ঢাকার প্রানকেন্দ্র পিলখানা বিডিআর সদর দফতরে ঘটে যাওয়া নারকিয় হত্যাযজ্ঞে ৫৭জন পদস্থ সেনা অফিসার সহ মোট ৭৪জন নিহত হন। পিলখানার অভ্যন্তরে ঘটে আরও অনেক দুঃখজনক নির্যাতনের ঘটনা।  দায়সারা গোছের একটি বিচার প্রক্রিয়া চালানো হলেও তাতে আসল নাটের গুরুরা পর্দার আড়ালেই রয়ে যায়। এই দুঃখজনক ঘটনার তদন্তে সেনাবাহিনী কর্তৃক মেজর জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে যে কমিটি গঠিত হয় তাতে জড়িত অনেকের নাম উঠে আসলে ঐ তদন্ত প্রতিবেদন আর প্রকাশ করা হয়নি।  দেখতে দেখতে ১২টি বছর কেটে গেলেও আজও সত্য অপ্রকাশিতই রয়ে গেছে। তাই আসল ঘটনা উদঘাটনে আমাদের ৯ পর্বের এই ধারাবাহিক প্রতিবেদন আজ থেকে প্রকাশ শুরু হলো।

 

bdr2

 

bdr10

bdr5bdr6

 

bdr7

bdr8

bdr9

Share this post

scroll to top
error: Content is protected !!