DMCA.com Protection Status
title="শোকাহত

খন্দকার মোশতাক সরকারের মন্ত্রীপরিষদ সচিব এইচ টি ইমাম মারা গেছেন।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অবশেষে না ফেরার দেশে চলে গেলেন খন্দকার মোশতাক সরকারের মূখ্য সচিব এবং হালে মিডনাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বুধবার দিনগত রাত সোয়া ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষ্ময়কর রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী এই এইচ টি ইমাম একাধারে শেখ মুজিব সরকার এবং পরবর্তিতে তাকে হত্যা করে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাক সরকারের মুখ্য সচিব ছিলেন। তার এই চরম বিতর্কিত ভূমিকা নিয়ে তাকে কখনও প্রশ্নের সম্মুখিন হতে হয়নি। এমন কি পিতার হত্যাকারী খন্দকার মোশতাক মন্ত্রীসভার শপথ গ্রহন পরিচালনাকারী এই এইচটি ইমামকে শেখ হাসিনা তার অতীব গুরুত্বপূর্ন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এবং আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ার করেন,যার চেয়ার পারসন তিনি নিজে। এইচটি ইমাম গত এক যুগে বাংলাদেশের জনপ্রশাসনকে আওয়ামী করন এবং নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ন ধ্বংশে ব্যপক ভুমিকা রাখেন।

এইচ টি ইমামের জন্ম ১৯৩৯ সালে। পুরো নাম হোসেন তৌফিক হলেও পরে তিনি এইচ টি ইমাম নামেই পরিচিত হয়ে ওঠেন। বাবার চাকরি সূত্রে তার শৈশব-কৈশোর কেটেছে বিভিন্ন জেলায়। 

ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন এইচ টি ইমাম। আর ইন্টারমিডিয়েট পাস করেন পাবনা এডওয়ার্ড কলেজ থেকে।

এরপরর রাজশাহী কলেজ থেকে বিএ ডিগ্রি নিয়ে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতিতে এমএ ডিগ্রি নেন। তখন তিনি বাম ছাত্র সংগঠনে যুক্ত ছিলেন।

পড়াশোনা শেষে রাজশাহী সরকারি কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে যোগ দেন এইচ টি ইমাম। এরপর পাকিস্তানে সিভিল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়ে সরকারি চাকরিতে যোগ দেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দেন এইচ টি ইমাম। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবও হন তিনি।

স্বাধীনতার পর ১৯৭৫ সালের ২৬ অগাস্ট পর্যন্ত তিনি মন্ত্রিপরিষদের সচিবের দায়িত্বে ছিলেন। এরপর ১৯৭৮ থেকে ১৯৮৪ পর্যন্ত সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। পরে তিনি যোগাযোগ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবও হন।

অবসর নেওয়ার পর আওয়ামী লীগে সক্রিয় হন এইচ টি ইমাম। দলের নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ছিলেন, যে কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে উপদেষ্টার দায়িত্ব দেন। প্রথমে তিনি জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ছিলেন। ২০১৪ সালে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ করা হয়।

এইচ টি ইমাম নিজে নির্বাচনে না দাঁড়ালেও তার ছেলে তানভীর ইমাম সিরাজগঞ্জের একটি আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

Share this post

scroll to top
error: Content is protected !!