DMCA.com Protection Status
title="৭

বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাকে হুমকির দায়ে লন্ডনে একজনের জেল!!!!!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ যুক্তরাজ্যের  লন্ডনে বসে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অপরাধে এক ব্যাক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। দক্ষিণ লন্ডনের বাসিন্দা ৫০ বছর বয়স্ক মুন্না হামযাকে ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এই শাস্তি দিয়েছেন উলউইচ ক্রাউন কোর্ট। ১৯ মার্চ, শুক্রবার এই রায় ঘোষণা হয়।

মুন্না হামজার পোস্টগুলো সম্পর্কে কেউ একজন পুলিশকে অবহিত করার পর ২০১৮ সালের জুলাই মাসে তাঁকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ড। সন্ত্রাসবিরোধী এক্ট ২০০৬ এর সেকশন ১ এর ২ ধারা মোতাবেক হামজাকে এই সাজা দেয়া হয়েছে। মেট্রোপলিটন  পুলিশের ওয়েবসাইটে  সংবাদটি প্রকাশ করা হয়েছে।

কাউন্টার টেরিরিজম কমান্ডার রিচার্ড স্মিথ জানান, 'এই মামলার রায়ের মধ্য দিয়ে একটি বার্তা দেয়া গেছে যে, কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদকে উসকে দেয়ার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।'

স্মিথ আরো বলেন, প্রতি বছর আমরা জনগণের সহায়তায়  হাজার খানেক সন্ত্রাসী হুমকি নিয়ন্ত্রণ করে থাকি। আমি আবারো স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এমন কিছু দেখেন তাহলে পুলিশকে অবহিত করুন৷ আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব।

উল্লেখ্য,  ২০১৮ সালের ৪ জুলাই হামজাকে তার কর্মস্থল থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সাথে তার কম্পিউটার, ফোন ও পেন্ড্রাইভ জব্দ করেছিল। ২০১৮ সালের ১৭ মে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হামজার পোস্টগুলো সম্পর্কে একজন পুলিশকে অবহিত করেছিলেন। পুলিশ পুরোপুরি  তদন্ত করে প্রাথমিকভাবে এই ধরণের পাঁচটি পোস্ট চিহ্নিত করে, যেখানে হামজা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে সহিংসতার আহবান জানিয়েছেন।

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ।

Share this post

scroll to top
error: Content is protected !!