DMCA.com Protection Status
title="৭

বাংলাদেশের সব বিষয়ে ভারতে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়: শেখ হাসিনা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বাংলাদেশের সব বিষয়ে ভারতে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয় উল্লেখ করে বাংলাদেশের মিডনাইট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সামাজিক অর্থনৈতিক যে কোনো সমস্যায় ভারতের জনগণ আমাদের পাশে থাকেন। মুক্তিযুদ্ধের সময় আমাদের এক কোটি শরণার্থী আশ্রয় দেন ভারতের জনগণ।’

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সাবেক রাষ্পতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সম্মানিত অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এসময় প্রধানমন্ত্রী ভারত এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল ভারত। ভারতের উল্লেখযোগ্য সেনা মিত্রবাহিনীতে যুদ্ধ করেছিলেন। আমি সেসব অবদানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগতভাবেও আমি ভারতের কাছে কৃতজ্ঞ। যখন আমাদের থাকার কোনো জায়গা ছিল না। তখন ভারতের প্রধানমন্ত্রীর সহায়তায় আমরা দুবোন দির্ঘদিন দিল্লিতে অবস্থান করেছিলাম।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদির অংশগ্রহণেও কৃতজ্ঞতা জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান সবসময় স্বীকার করি। নরেন্দ্র মোদির অংশগ্রহণ এ অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে।’

এ ছাড়া বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কার ২০২০ প্রদান, করোনা টিকা, ১০৯ টি এ্যাম্বুলেন্স উপহার দেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মুক্তিযোদ্ধা ও ১৫ আগস্টের হত্যাকাণ্ডে নিহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!