DMCA.com Protection Status
title="৭

বাংলাদেশে গিয়ে কালীপুজো দেয়া, দেশের জন্য আশীর্বাদ চাওয়া কি ভুল?মোদীর প্রশ্ন।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ধুন্ধুমার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোট লুটের অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব তখনই বঙ্গ সফরে এসে মমতাকে তীব্র আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নির্বাচনী সভা করেন মোদি।  সেখানে মমতাকে বিঁধে তিনি বলেন, ‘দিদি বলছেন কুল কুল। তৃণমূল কুল নয়, বাংলার মানুষের জন্য শূল।’

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে আরো জানানো হয়- নন্দীগ্রামের মানুষ বিজেপি-র পক্ষেই রায় দিয়েছেন বলে আত্মবিশ্বাসী মোদি। তিনি বলেন, ‘প্রথম দফার ভোটে মানুষের যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে ২০০-র বেশি আসন নিশ্চিত। বাংলায় আসল পরিবর্তন কেবল এক মাসের অপেক্ষা। দিদি পরাজয় স্বীকার করে নিয়েছেন।’

মোদি বলেন, ‘গোটা বাংলা যা করবে, নন্দীগ্রাম তা আজই দেখিয়ে দিয়েছে।’ গতকালই বিজেপি বিরোধিতায় তৃণমূল নেত্রী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও এনসিপি নেতা শারদ পাওয়ারকে চিঠি লেখেন। এ নিয়ে মমতাকে কটাক্ষ করে মোদি বলেন, ‘১০ বছর যদি ঠিকভাবে কাজ করতেন তাহলে কি আর অন্য দলের কাছে সাহায্য চাইতে হত?’

এদিকে,  মোদির বাংলাদেশ সফরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে আগেই অভিযোগ জানিয়েছে তৃণমূল। এদিন সেই প্রসঙ্গ তুলে জয়নগরের জনসভায় মোদি বলেন, ‘আমি বাংলাদেশে গিয়ে যশোরেশ্বরী কালীমন্দিরে পুজো দিয়েছি। এটা নিয়েও দিদির আপত্তি। আমি ওড়াকান্দিতে গিয়ে দেশের জন্য আশীর্বাদ চেয়েছি এটা দেখেও দিদির রাগ হয়েছে। কালীর মন্দিরে যাওয়া কি ভুল? হরিচাঁদ ঠাকুরকে প্রণাম করা কি ভুল?’

পাশাপাশি বাংলায় শিল্পায়ণ প্রসঙ্গে মোদির আশ্বাস, ‘বিজেপি এলে বাংলা শিল্পের মাঠ হয়ে উঠবে।’ তৃণমূলের দুর্নীতি নিয়ে বলতে গিয়ে মোদি বলেন, ‘তৃণমূলের দুর্নীতির অন্য নাম হল খেলা হবে। দিদি বাংলার খেলার মাঠ ছিল, আছে, থাকবে বিজেপি-র জন্য বাংলা উন্নয়নের মাঠ হয়ে উঠবে। বাংলা শিক্ষার মাঠ হয়ে উঠবে।’

Share this post

scroll to top
error: Content is protected !!