ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের প্রধান বিরোধীদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি অভিযোগ করেছে, হেফাজতের কর্মসূচিতে সহিংসতার ইস্যুকে কেন্দ্র করে হাসিনা সরকার এখন বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমনে ক্র্যাকডাউনে নেমেছে।
বৃহস্পতিবার ঢাকায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লকডাউনের নামে ক্র্যাকডাউনে ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জায়গা থেকে এপর্যন্ত বিএনপির ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে হাসিনা সরকার বলছে, ব্রাহ্মণবাড়িয়া এবং চট্টগ্রামের হাটহাজারীসহ বিভিন্ন জায়গায় নাশকতা বা সহিংসতার ঘটনায় যারা জড়িত ছিল, তাদেরকেই চিহ্নিত করে পুলিশ গ্রেপ্তার করছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় গত ২৬শে মার্চ থেকে তিন দিন ধরে ব্রাহ্মণবাড়িয়া এবং হাটহাজারীসহ বিভিন্ন জায়গায় হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতায় পুলিশের গুলিতে ২১জন নিহত হন।