ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ এবার ভাড়া করা প্রাইভেট জেট যোগে দেশ ছাড়লেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)আনভীরের স্ত্রী–সন্তানসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য।
গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত ১০টার দিকে দিকে একটি ভাড়া করা বিমানে তারা দেশ ছাড়েন বলে জানা গেছে।
কর্তৃপক্ষ এবং পুলিশ স্বিকার না করলেও জনমনে সুস্পষ্ট ধারনা রয়েছে যে আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামী বসুন্ধরা গ্রুপের এমডি আহমেদ সোবহান আনভীর ঘটনার পরপরই গোপনে দুবাই চলে গিয়েছেন।
এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, বেবিচক তাদের অনুমতি না দিলেও স্পেশাল ব্র্যাঞ্চ থেকে অনুমতি দেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ভাড়া করা ওই বিমানে বসুন্ধরা গ্রুপের এমডির স্ত্রী সাবরিনা সোবহান, তাদের দুই সন্তান, ছোট ভাইয়ের স্ত্রী ইয়াশা সোবহান এবং তাদের মেয়ে ও দুই পরিবারের তিনজন গৃহকর্মী দেশত্যাগ করেন।
এ তথ্য বেবিচক চেয়ারম্যান নিশ্চিত করতে না পারলেও তিনি জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটির দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।
এর আগে বসুন্ধরা গ্রুপের এমডির ছোট ভাইও দেশ ছাড়েন।