DMCA.com Protection Status
title="৭

অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবেঃযুক্তরাষ্ট্র বিএনপি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক,বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,বীর উত্তমের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত ৩০ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন বাদল। গত ৩০ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটস খাবার বাড়ি রেস্টুরেন্টে এই দোয়া এবং আলোচনা কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা দোয়ায় অংশ গ্রহণ করেন।

বিএনপি নেতা সরোয়ার খান বাবুর পরিচালনায় রাফেল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন, যুবদলের সিনিয়র সহসভাপতি আশরাফ উদ্দিন ঠাকুর, টেক্সাস বিএনপির সভাপতি বশির আহমেদ, জাতীয়তাবাদি ফোরাম নর্থ আমেরিকা বিএনপির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সভাপতি একেএম রফিকুল ইসলাম ডালিম, বিএনপি নেতা ইমরান শাহ রন, আবদুল করিম ভুট্টু, মঈন উদ্দিন মেহেদী, এস এম সালাহ উদ্দিন, ইকবাল হায়দার, দেলোয়ার হোসেন শিপন, গোলাম হায়দার মুকুট, আবদুস সালিক জাকির, নুরুল ইসলাম খসরু, জামাল হোসেন, মুক্তিযোদ্ধা মশিউর রহমান, এস এম শপি, আলিয়ান রকি, জামাল আহমেদ, ইশতিয়াক রুমি প্রমুখ।

সভায় প্রধান অতিথি অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, আমরা যুক্তরাষ্ট্র বিএনপির সুচনা থেকে কাজ করছি। ভবিষ্যতেও করব। আপনারা একটি সুবর্ণ জয়ন্তী কমিটিকে নিয়ে বিভ্রান্তির কথা শুনছেন। এ গুলোতে কোন কান দিবেননা। এখন আন্দোলনের সময়। কারণ দলীয় চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে সুচিকিৎসার ব্যবস্থা করতেই হবে। তাই আন্দোলন ছাড়া অন্য কিছুতে জড়িত হওয়া বোকামির শামিল হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দল এবং দেশের মানুষকে বাঁচাতে হবে।

Share this post

scroll to top
error: Content is protected !!