ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম বেগম খালেদা জিয়াকে দীর্ঘ এক মাস পর সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা বলেছেন, গত এক সপ্তাহে খালেদা জিয়ার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন ডাক্তাররা। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে সিসিইউ থেকে কেবিনে নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে তিনি কবে নাগাদ বাড়ি ফিরবেন সে ব্যাপারে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে, তিনি এখন স্বাভাবিক কথা বলতে পারছেন এবং অন্যের সাহায্য নিয়ে হাঁটতেও পারেন।
গত ৩ মে প্রবল শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। এর আগে গত ২৭ এপ্রিল তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ এপ্রিল খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এর প্রায় এক মাস পর এবং হাসপাতালে নেওয়ার প্রায় ২ সপ্তাহ পরে তিনি করোনামুক্ত হন।