ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ স্বৈরাচারী হাসিনা সরকার বিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এখন সবাই নেতা, সবাই স্টেজে বক্তৃতা করতে চায়। কেউ কর্মী হতে চায় না। মিছিলের শেষে কেউ থাকতে চায় না। সবাই যদি নেতা হয়, মাঠের কর্মী হবে কে?
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এই সভা হয়।
তিনি বলেন, বিএনপিতে শতকরা ৮০ জন নেতা। ২০ জন আছেন কর্মী। এ রকম হলে আন্দোলনে সফল হবেন কীভাবে? যেদিন বিএনপিতে সবাই কর্মী হবে, একজন নেতা সামনে থাকবে সেইদিন গণতন্ত্র মুক্তি পাবে। সেইদিন খালেদা জিয়া মুক্তি পাবে। সেইদিন তারেক রহমান দেশে ফিরতে পারবেন।
গয়েশ্বর বলেন, সেজন্য বলছি- আসুন আমরা সবাই কর্মী হই, জিয়ার মতো রাস্তায় হাঁটি। দেখি কতক্ষণ সরকার থাকে। আর সবাই যদি নেতা হই তাহলে কিছুই হবে না।
ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলিম নকির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব, মহানগর উত্তরের আতিকুল ইসলাম মতিন, জিএম শামসুল হক ও এবিএমএ রাজ্জাক প্রমুখ।