DMCA.com Protection Status
title=""

সিলেটের সাবেক এমপি শফি আহমেদকে বিএনপির শো-কজঃ বহিষ্কারের সম্ভাবনা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হলে সাবেক সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীকে বহিষ্কার করবে বিএনপি।  গত মঙ্গলবার রাতে তাকে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়েছে।

২২ মে বিএনপির স্থায়ী কমিটির সভায় বর্তমান আওয়ামী লীগ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনে অংশ না নেওয়ার হয়।  এরই অংশ হিসেবে জাতীয় সংসদের সিলেট -৩, লক্ষ্মীপুর-২, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে বিষয়ে সব ধরনের কার্যক্রম থেকে বিরত রয়েছে দলটি। 

আগামী ২১জুন লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।  আর অন্য তিনটির নির্বাচন হবে ২৮ জুলাই। 

দলের সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন ও উপজেলা পরিষদ এবং পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া থেকেও বিরত রয়েছে। 

বুধবার বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, দলের সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীকে গত রাতে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।  তাকে আগামী ৩ দিনের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই চিঠির জবাব দিতে বলা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!