DMCA.com Protection Status
title=""

ঢাকায় ছাত্রদলের প্রতিবাদ মিছিলে নির্লজ্জ পুলিশী হামলাঃবহু আহত,গ্রেফতার ৮

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃখলা রক্ষাকারী বাহিনী অতি উৎসাহের কারনে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে দলটির ২০ থেকে ২৫ জন নেতা কর্মী আহত হয়েছেন।

সংঘর্ষের সময় ৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে ঢাকা মহানগর ছাত্রদলের আয়োজিত তাৎক্ষণিক ঝটিকা মিছিল বের করতে সংগঠনটির নেতা কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। এসময় পুলিশ শান্তিপূর্ন মিছিলটি বের করতে বাধা দেয়।

পরে পুলিশের বাধা অপেক্ষা করে নেতা কর্মীরা মিছিল বের করলে লাঠিচার্জ এবং টিয়ারগ্যাস নি করে মিছিলটি ছত্রভঙ করে দেয় পুলিশ।

 

Share this post

scroll to top
error: Content is protected !!