ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অবিশ্বাস্য হলে সত্য যে অভিনেত্রী পরী মনির বনানীর বাসায় সারি সারি বিশ্বের নামিদামি ব্র্যান্ডের মদের বোতলের সন্ধান পাওয়া গেছে। বারের আদলে মদের বোতল দিয়ে সাজানো পরী মানির বাসা। আর নিয়মিত এখানে মদের আসর বসে বলেও জানা যায়।
এদিকে ঢাকা বোট ক্লাবে যে রাতে চিত্রনায়িকা পরীমনি তার সঙ্গীদের নিয়ে ঢুকে ঘটনার জন্ম দিয়েছেন তার আগের দিন মধ্যরাতে তিনি গুলশান অল কমিউনিটি ক্লাবে ঢুকেছিলেন। মদ্যপ অবস্থায় সেখানে প্রবেশের পর বার সার্ভিস না পেয়ে উত্তেজিত পরীমনি নিজেই সেখানে ভাঙচুর চালান। এরপর তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পুলিশ সেখানে গিয়ে ঘটনার বিবরণ লিখে গুলশান থানায় সাধারণ ডাইরি করে।
বুধবার সন্ধ্যায় পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। এর মধ্যে গুলশানের অভিজাত অল কমিউনিটি ক্লাবে পরীমনির তুলকালাম কাণ্ডের ঘটনার সিসিটিভির ফুটেজ সর্বত্র ছড়িয়ে পড়েছে। বোট ক্লাব ও অল কমিউনিটি ক্লাব ছাড়াও রাজধানীর বেশ কয়েকটি অভিজাত ক্লাবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে পরীমনির বিরুদ্ধে। এ পরিস্থিতিতে সোস্যাল ক্লাবে তার কর্মকাণ্ডের তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে গুলশান আল কমিউনিটি ক্লাবের সভাপতিকে কে এম আলমগীর ইকবাল বুধবার সন্ধ্যায় জানিয়েছেন, একজন সদস্যের অতিথি হিসেবে রাত একটার দিকে পরীমনি তিন জনকে সঙ্গে নিয়ে ক্লাবের বারে প্রবেশ করে অপ্রীতিকর ঘটনা ঘটান। এরপর সভা করে ওই সদস্যকে শোকজ করা হয়েছে। জবাবে তিনি লজ্জিত উল্লেখ করে ক্ষমা চেয়েছেন। পরীমনি নিজেই পুলিশ কল করেছিলেন। পরে এসে দেখে পরী নিজেই অপরাধ করেছেন।
ক্লাবের সাধারণ সম্পাদক শেখ শহীদ জানান, সময় শেষ হয়ে যাওয়ায় বারে তাদের সার্ভ করা হয়নি। এক পর্যায়ে ওয়েটারদের নিয়ে পরী এক বোতল মদ নেন। তারা তা সার্ভ করতে না চাইলে পরী সেখানকার ১৫টি গ্লাস, ৯টি স্ট্রে ও বেশকিছু হাফপ্লেট ভাঙচুর করেন। এক পর্যায়ে পরীকে আমন্ত্রণ জানানো ওই ক্লাব সদস্যও বিরক্ত হয়ে সেখান থেকে চলে যান। এছাড়া হাফপ্যান্ট ও স্যান্ডেল পরা থাকায় পরীর কস্টিউম ডিজাইনার জিমির ভেতরে প্রবেশ নিয়ে জটিলতা হয়। তখন একজন পরিচালকের সহায়তায় পরী তাকে সঙ্গে নিয়ে ভেতরে দোতলায় বারে ঢোকেন।
এদিকে ঢাকা শহর রক্ষা বাঁধের পাশে তুরাগ নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনি কাণ্ডের পর আরো কিছু বিষয় খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। নিয়ম ভেঙে কয়েকটি সোশ্যাল ক্লাবে মধ্যরাতে পরীমনির যাতায়াত এবং মদ্যপানের খোঁজখবর করছে পুলিশ।
সূত্রঃ ভোরের কাগজ লাইভ।