DMCA.com Protection Status
title="৭

ভারতের নয়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বাংলাদেশের নাগরিক,এই বিতর্কে তুমুল হৈচৈ!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ   ভারতে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন নতুন সদস্য ও গুরুত্বপূর্ন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া নিশীথ প্রামাণিক আসলেই বাংলাদেশের নাগরিক কি না, তা নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে তুমুল হইচই শুরু হয়েছে।

বিভিন্ন মিডিয়া রিপোর্টের ভিত্তিতে বিরোধী কংগ্রেসের একজন সিনিয়র নেতা ও আসামের এমপি রিপুন বোরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দাবি জানিয়েছেন, মি. প্রামাণিক মিথ্যা হলফনামা দিয়ে নিজেকে ভারতীয় বলে দাবি করেছেন কি না – তার জন্ম কোচবিহারে না কি গাইবান্ধায় তার তদন্ত করতে হবে।

এই দাবিকে সমর্থন করছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলও, তারা বলছে একজন বাংলাদেশিকে মন্ত্রিসভার সদস্য করা হয়ে থাকলে মোদী সরকার দেশের নিরাপত্তার সঙ্গে আপস করেছে।

বিজেপি অবশ্য এই বক্তব্য সরাসরি নাকচ করে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে – মন্ত্রীর নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে বিরোধীরা আদালতে যেতে পারেন।

বস্তুত মাত্র দিনদশেক আগেই ভারতে নরেন্দ্র মোদী মন্ত্রিসভার নবীন সদস্য হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথবাক্য পাঠ করেছেন নিশীথ প্রামাণিক।

Share this post

scroll to top
error: Content is protected !!