ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কঠোর শ্রম আর মেধার অক্লান্ত বিনিয়োগ ঘটিয়ে মার্কিন মূলধারার চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি-তে পরিচালনা পর্ষদে পদ লাভ করায় যুক্তরাষ্ট্র বিএনপির ত্যাগী নেতা আকতার হোসেন বাদলকে বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা বিপুল সংবর্ধনা জানালেন। এছাড়াও বহির্বিশ্বে বৃহত্তর কুমিল্লার জিয়ার সৈনিকদের সর্ববৃহৎ সংগঠন বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরামের সন্মানিত উপদেষ্টা মনোনিত হওয়ায়ও জনাব বাদলকে সম্বর্ধনা দেয়া হয়।
গত রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এ সংবর্ধনা সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাব্বী মোহাম্মদ খোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দেলোয়ার হোসেন।
এই ব্যাতিক্রম ধর্মী অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য ফোরামের নবঘোষিত জাতীয় কমিটিতে যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব সারওয়ার খান বাবু,যুগ্ম আহবায়ক, জনাব আশরাফ উদ্দীন ঠাকুর,যুগ্ম আহবায়ক এবং জনাব আবদুল সালিক জাকির, যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হওয়ায় তাঁদেরও সন্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বক্তারা সকলেই জনাব বাদলের অসাধারন জনসেবার মানসিকতা এবং নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। জনাব আকতার হোসেন বাদল তাঁর বক্তব্যে কৃতজ্ঞতায় অভিভূত হয়ে বলেন, তিনি আজীবন এভাবেই গন মানুষের কল্যানে কাজ করে যেতে চান। তিনি দৃঢ় কন্ঠে জাতীয়তাবাদী আদর্শ বুকে ধারন করে জিয়ার পরিবারের পাশে আমৃত্যু থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন।
যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের নেতা সারোয়ার খান বাবুর সঞ্চালনায় এ গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গির আলম। বাদলকে অভিনন্দন জানিয়ে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা গিয়াসউদ্দিন, রাফেল তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, খন্দকার জগলু, এমরান শাহ রন, আশরাফউদ্দিন ঠাকুর, রফিকুল ইসলাম ডালিম, কমিউনিটি লিডার জামান তপন প্রমুখ।