ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কঠোর বিধি নিষেধের মধ্য দিয়ে সারা দেশে পালিত হওয়ার কথা ১৪ দিনের কঠোর লকডাউন।
আজ ছিলো কঠোর লকডাউনের পঞ্চম দিন। এদিন সড়কে বাস ছাড়া সব ধরণের যানবাহনে পরিপূর্ণ ছিলো। ফলে অনেকটাই আগের চেহারায় রাজধানী।
এসময় স্বাস্থ্যবিধির কোনো রকম তোয়াক্কা না করেই বিনানা অজুহাতে বাইরে বের হয়েছে মানুষ।
বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় রাজধানীতে গাদাগাদি ও ঠাসাঠাসি করে চলছে ভ্যান ও রিকশা। এভাবে কমা তো দুরের কথা উল্টো করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা অনেক বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসময় রাস্তায় বের হওয়া যাত্রীদের দাবি তাদের অফিস খোলা রয়েছে তাই বাধ্য হয়ে তাদের বের হতে হয়েছে। এদিকে সড়কে গণপরিবহন না থাকার সুযোগে ৮ থেকে ১০ গুণ বেশি ভাড়া নিচ্ছে অটোরিক্সা ও অন্যান্য বাহন গুলো।
এছাড়াও সড়কে রয়েছে ব্যক্তিগত গাড়ির চাপ। নানা অজুহাতে চলতে দেখা যায় তাদের।