DMCA.com Protection Status
title=""

শহীদ জিয়া ছাত্র পরিষদের সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেইঃএমরান প্রিন্স

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  শহীদ জিয়া ছাত্র পরিষদ’ নামে কোনো সংগঠনের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

গত সোমবার (২৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে প্রিন্স বলেন, আমরা লক্ষ্য করছি,সম্প্রতি ‘শহীদ জিয়া ছাত্র পরিষদ’ নামে একটি নতুন সংগঠন তৈরি করা হয়েছে। এ বিষয়ে আমরা সুস্পষ্টভাবে জানাচ্ছি, এই সংগঠনটির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক বা সংশ্লিষ্টতা নাই।

প্রিন্স আরও বলেন, ‘সংগঠনটি বিএনপির অধিভুক্ত কোনো সংগঠনও নয়। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি এতে বিভ্রান্ত না হতে অনুরোধ জানাচ্ছি।’

Share this post

error: Content is protected !!