ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ করোনা অতিমারীর বর্তমান ভয়াবহ অবস্থার মধ্যেই সীমিত পরিসরে ভারতের সঙ্গে বিমান ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে অবৈধ হাসিনা সরকার। ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে এ ফ্লাইট পরিচালনা করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস আজ বুধবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তবে এই মুহুর্তে ভারতের সাথে ফ্লাইট চালু করা বাংলাদেশের জন্য ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।কারন বর্তমান সময়ে ছড়িয়ে পড়া ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে বিপাকে পড়েছে বিভিন্ন দেশ।ইতিমধ্যেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ এই ভয়ংকর ভাইরাসটি মোকাবেলায় বিপর্যস্ত অবস্থায় পড়েছে।
এ প্রসঙ্গে সচিব বলেন, আজ (বুধবার) আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ভারতের সিভিল এভিয়েশনকে একটা চিঠি দেবেন। তারা সিদ্ধান্ত জানালে শিগগিরই দুদেশের মধ্যে ফ্লাইট চালু হবে।
‘এয়ার বাবল’ চুক্তির অধীনে ফ্লাইট চালু হলেও সেটি সীমিত আকারে হবে বলে জানান তিনি।
সচিব আরও বলেন, সপ্তাহে একটি বা দুইটি ফ্লাইট চলবে। যে শর্তে স্থলবন্দর দিয়ে মানুষ আসছে, ফ্লাইটেও একই শর্ত থাকবে।
উল্লেখ্য, করোনার কারণে ভারতসহ ৮টি দেশের সঙ্গে ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বাকি দেশগুলো হলো- বতসোয়ানা, নেপাল, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।