DMCA.com Protection Status
title="৭

আমাদের সরকার আমলা নির্ভর নয়, জনস্বার্থনির্ভরঃওবায়দুল কাদের।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  হাসিনা সরকার জনস্বার্থনির্ভর বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন,আমাদের সরকার আমলা নির্ভর নয়, জনস্বার্থনির্ভর। 

বুধবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)  মিলনায়তনে ১৫ আগস্টের শোক দিবসের আলোচনায় ওবায়দুল কাদের এ কথা বলেন।  

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সরকার আমলানির্ভর হয়ে পড়েছে—সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমি বলতে চাই, আমাদের সব ছুই এখনও এক জায়গায় আছে।  সরকার-রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয়, আমলারা বাস্তবায়ন করেন।  এ সরকার আমলানির্ভর নয়, গণমুখী ও জনস্বার্থনির্ভর।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাস এলেই বাংলার বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই।  ভোরের আকাশে লাল রক্ত দেখা দেয়। পৃথিবীর ইতিহাসে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল অতুলনীয়। এটিই সবচেয়ে বর্বর, নির্মম হত্যাকাণ্ড। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কী শিক্ষা নিলেন বঙ্গবন্ধুর কাছ থেকে? আজকে আমি স্বেচ্ছাসেবক লীগকে মানুষকে ভালোবাসার রাজনীতির শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি।  বঙ্গবন্ধু ছিলেন সততার ও সাহসের অনন্য প্রতীক।  এ দুটি অস্ত্র যার কাছে আছে, বিজয় তার হবেই।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাস আমরা এখনও পাইনি।  স্বাধীনতার বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গ ইতিহাস নতুন প্রজন্মের দাবি, সময়ের দাবি। 

তিনি বলেন, স্থায়ী লকডাউন কোনো সমাধান নয়। আমরা সচেতন হলে সব কিছু সহজেই নিয়ন্ত্রণে আসবে। 

পদ্মা সেতুতে আঘাতের বিষয়ে তিনি বলেন, অদক্ষতার জন্য শাস্তি দেওয়া হয়েছে।  তবে এটি অদক্ষতা নাকি অন্তর্ঘাত খতিয়ে দেখতে হবে।

আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান বলেন, ১৫ আগস্টের ষড়যন্ত্র একদিনে হয়নি।  এখনও নানা গন্ধ পাই।  আজকে যে স্বেচ্ছাসেবক লীগ, সেদিনও ছিল।  কিন্তু তাদের কোনো ভূমিকা দেখিনি।  তবে আজকের স্বেচ্ছাসেবক লীগের একটি কর্মীও থাকতে কোনো ষড়যন্ত্র সফল হবে না বিশ্বাস করি। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ১৫ আগস্ট ছিল ষড়যন্ত্রের নীলনকশা। এই কাণ্ডের মূল কারিগর ছিলেন জিয়াউর রহমান। 

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে সংগঠনটির সহসভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!