DMCA.com Protection Status
title="৭

সোয়া ৩বছর পর ৩১৩ মামলায় জামিনে কারামুক্ত হলেন ছাত্রদল নেতা ইসহাক সরকার।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  অবশেষে দীর্ঘ ৩৮ মাস পর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জনপ্রিয় ছাত্রনেতা ইসহাক সরকার জামিনে মুক্তি পেয়েছেন। পর্যাক্রমে ৩১৩ মামলার সব ক’টিতে জামিন পেলে  সোমবার কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে মুক্ত হন। 

২০১৮ সালের ১০ জুলাই রাজধানীর বনানী থেকে ইসহাক সরকার গ্রেফতার হয়েছিলেন। 

ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘দীর্ঘ ৩ বছর ২ মাস ২ দিন কারাভোগের পর জামিনে কাশিমপুর কারাগার-২ থেকে আজ  রাত ৮টা ৪০ মিনিটে জামিনে মুক্ত হন। ৩১৩ মামলার সব ক’টিতেই উচ্চ আদালত থেকে জামিন পান ইসহাক সরকার। সর্বশেষ রমনা থানার একটি মামলায় গত ১৯ জুলাই আদালত তার জামিন দেন।

দলীয় সূত্র জানায়, জামিনে মুক্ত হলে ছাত্রদল নেতাকর্মীরা জেল গেটে ফুলেল শুভেচ্ছা দিয়ে ইসহাক সরকারকে স্বাগত জানান।  দলীয় নেতাকর্মীরা ছাড়াও ইসহাক সরকারের বড় ভাই ইয়াকুব সরকারসহ পরিবারের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Share this post

scroll to top
error: Content is protected !!