DMCA.com Protection Status
title=""

ইসরাইলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি নরেন্দ্র মোদি: নাফতালি বেনেট

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠক করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। 

বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের একটি দৃশ্য শেয়ার করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। নিজের অফিসিয়াল টুইটার পেজে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায় ইসরাইলি নাফতালি বেনেট তার হাত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতের ওপর রেখে বলছেন, আপনি আমার দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি।

তখন মোদি বলেন, ধন্যবাদ। 

এরপর ইসরাইলি প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে বলেন, আপনি কি আমার দলে যোগ দেবেন?

আজব এই প্রস্তাব পেয়ে মোদি হা হা করে হেসে উঠেন। এসময় অপর হাত দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর হাতে আনন্দে মৃদু থাপড়াতে থাকেন ভারতের প্রধানমন্ত্রী। আলোচিত ওই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!