DMCA.com Protection Status
title="৭

আর আবেদন-নিবেদন নয়,এবার খালেদা জিয়ার জন্য কঠোর কর্মসূচি দিন: এলডিপি

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ২০ দলীয় জোটের শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বলেছে, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বিএনপিকে আরও কার্যকর, শক্তিশালী ভূমিকা গ্রহণ করতে হবে। আবেদন-নিবেদন নয়, কঠোর কর্মসূচির মধ্য দিয়ে খালেদা জিয়াকে শোষকের কারাগার থেকে মুক্ত করার সংগ্রাম শুরু করতে হবে।’

বৃহস্পতিবার এক বিবৃতিতে এলডিপির (একাংশ) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এসব কথা বলেন।

বিবৃবিতে বলা হয়, ‘বাংলাদেশে নারী অধিকার ও নারী নেতৃত্বের অন্যতম পুরোধা, গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। “মাল্টিফাংশনাল” অসুস্থতা নিয়ে তিনি রাষ্ট্রীয় অবহেলায় সুচিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছেন। অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে সুচিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই।’

বিবৃতিতে তারা উল্লেখ করেন, খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি শুধু তিনবারের সাবেক প্রধানমন্ত্রীই নন সেই সঙ্গে তিনি বীর মুক্তিযোদ্ধা, সাবেক সেনা প্রধান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সহধর্মিনী। তিনি দীর্ঘদিন নানাবিধ জটিল রোগে আক্রান্ত। এক ফরমায়েশী রায়ে তাকে কারাবন্দি রেখে তার চিকিৎসায় করা হয়েছে চরম অবহেলা। 

বিবৃতিতে তারা বলেন, ‘আজ সংবাদপত্রগুলোতে পরিষ্কার করে এসেছে- খালেদা জিয়া নানা রোগে আক্রান্ত। অবিলম্বে তার উন্নত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা প্রয়োজন। যেসব রোগের সুচিকিৎসা চিকিৎসক ডেকে নিয়ে করা সম্ভব না। দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে সুচিকিৎসা বঞ্চিত করা হচ্ছে, বাংলাদেশের জনগণ নীরবে তা সহ্য করবে না।’

২০ দলীয় জোটের প্রধান নেতৃত্বাদানকারী বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এলডিপির দুই শীর্ষনেতা বলেন, ‘মহান সৃষ্টিকর্তার কাছে দেশবাসী প্রার্থনা করছেন। প্রার্থনা করছেন লাখ-লাখ অনুসারী, নেতাকর্মী। খালেদা জিয়াকে আমরা ধুঁকে-ধুঁকে মরতে দেবো না। তিনি আবার বাংলাদেশের পথদিশারী হয়ে এদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন, বলে প্রত্যাশা করি।’

Share this post

scroll to top
error: Content is protected !!